নিজস্ব সংবাদদাতা :২০২১ নতুন বছরের শুরুতেই প্রতারণা ওজনে কম ও মরা মুরগি বিক্রি : মাংশ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ্য।২০২১ নতুন বছরের ১লা জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যাাই ঢাকা রাজধানিীর মিরপুর ১ নং কাঁচা বাজারের মুরগির দোকানে ব্রয়লারের লাল মুরগি ২ কেজি ৭ শ ৪০ গ্রাম ১৮৫ টাকা দরে ৪৪০ টাকা রাখা হয়। দোকান্দার ক্রেতার অজান্তেই তার মুরগিটি না দিয়ে অন্য আরেকটি মুরগি শুধু ড্রেসিং করে নাড়িভুড়ি না বের করেই আস্তা মরা মুরগিটি পলিথিনের ব্যাগে ঢুকিয়ে দেয়। পরে জনৈক ক্রেতা চলে গিয়ে মুরগিটি মাংশ বানাতে গিয়ে দেখেন ও সন্দেহ হয় যে মুরগিটি সেটা নয় জেইটা ২ কেজি ৭ শ ৪০ গ্রাম ১৮৫ টাকা দরে ৪৪০ টাকা তারা পছন্দ করে দেখে তাদের কে জবাই ও ড্রেসিং করে নাড়িভুড়ি বের করে দিতে বলা হয়। এবং আস্তা নাড়িভুড়ি সহই মুরগিটি ওজন করে দেখা যায় ১ কেজি ৩০০ গ্রাম। তাহলে বাকি ওজন গেলো কোথাই ? সাধারণত মুরগির শরিরের পশম ওজন ভেদে ২০০/ ৩০০ গ্রাম বাদ জায়। তাহলে-২.৭৪০ থেকে-১.৩০০ বাকি ১.৪০০ ওজন গেলো কোথাই ? জৈনেক ক্রেতার বাসার সকলের সন্দেহ হয় এতে নিশ্চই কনো গরমিল আছে। তার পরে ও সেই মরগির মাংশ রাতে বাসাই রান্না করা হয় ও সেই মাংশ খেয়ে তার পরিবারের ৪ জন অসুস্থ্য হয়। রাতে তাদের বেশ কয়েক বার পাতলা পায়খানা সহ গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এই সব দোকান্দারদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন ভুক্তভোগি পরিবার।