সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

নাচোলে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৪০০ কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। সূচনা বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। এছাড়াও বক্তব্য দেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
সলেহ্ আকরাম জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় নাচোল উপজেলার ৪০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সারসহ কীট ও বালাইনাশক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com