বিডি ঢাকা ডেস্ক
দৈনিক ইত্তেফাকের ৭২ বছরে পদার্পণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান মঙ্গলবার সাধারণ পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. তরিকুল আলম, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা শাখার সভাপতি ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট শহীদুল হুদা অলক।
বক্তারা পত্রিকাটির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির ও বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, আরটিভির জেলা প্রতিনিধি আব্দুর রব নাহিদ, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, উত্তরা প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. আসাদুল্লাহ, ইত্তেফাকের গোমস্তাপুর উপজেলা সংবাদদাতা আতিকুল ইসলাম আজম, শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা সফিকুল ইসলাম ও নাচোল উপজেলা সংবাদদাতা হাসানুজ্জামান ডালিম, সময়ের কাগজ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আহসান হাবিব রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।