বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় শহীদ সাটু মার্কেটের তৃতীয় তলায় জেলা প্রশাসন, এরফান গ্রুপ ও প্রবীণ হিতৈষী সংঘ এসব কম্বল বিতরণের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেনÑ সংঘের সাধারণ সম্পাদক আফসার আলী। এসময় অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, আমাদের সকলেরই উচিত মনুষ্যত্বের চর্চায়, মানবিক কাজে তাদের পাশে এগিয়ে আসা। এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় সহযোগিতায় এরফান গ্রুপ সদা প্রস্তুত রয়েছে। আমরা চেষ্টা করব, শীতার্ত মানুষের জন্য যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আপনাদের কষ্ট কিভাবে লাঘব করা যায়, সেটি নিয়ে আমরা কাজ করছি। শীতার্ত মানুষের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
কম্বল বিতরণ শেষে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর বিদেহী আত্মার মাগফিরাত কমনা করে দোয়া ও মোনাজাত করা হয়।