বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে মো. আবু তালেব-কাজী সাহবুদ্দীন-মোহা. মামুনুর রশীদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের আলাউদ্দিন চাইনিজ ও ফাস্টফুডের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী এবং আতিক অটোরাইস মিলের স্বত্বাধিকারী মফিজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি আলহাজ মো. আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, মেসার্স আল ফাতিহা ট্রেডার্সের মোহাম্মদ জহিরুল কাইউম বাবর, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের মোহাম্মদ সেলিম রেজা, মেসার্স রিয়াদ এন্টারপ্রাইজের মো. মিজান সাহেব, মেসার্স ফারুক এন্টারপ্রাইজের মো. ফারুক হোসেন, মেসার্স এন.এম. এন্টারপ্রাইজের আসাদুল হক বিয়েলসহ প্যানেলের সকল প্রার্থী।
এ সময় আবু তালেব জানান, তার প্যানেল নির্বাচিত হলে বন্দর সংশ্লিষ্ট কাস্টমসসহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। দুর্নীতিমুক্ত একটি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। পূর্বে আমাদের সময়ে যেভাবে বন্দর দিয়ে ফল, মাছসহ সব ধরনের পণ্য আমদানি হতো, আবারো এর ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, আমি পরাজিত হলেও আপনাদের সবার প্রতি সহযোগিতা অব্যাহত রাখব।
এর আগে গত শনিবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার একটি অভিজাত হোটেলে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।