শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে সিলেট জেলার, সিলেট-ঢাকা মহাসড়কে বিশ্বনাথ উপজেলার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পাওয়া যায়নি। সিলেটের রশিদপুর বিশ্বরোডে ভোর ৬ টার দিকে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ম্যারাথনে এবার ১১ জন নিহত ও গুরুতর আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সিলেট ও ঢাকার বিপরীতমূখী লন্ডন এক্সপ্রেস এবং এনা পরিবহনের ২টি বাস মূখোমূখী সংঘর্ষে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে। দুই গাড়ির ড্রাইভার এবং হেল্পার সহ ১১ জন নিহত হয়েছে। ভয়াবহ দূর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক তাদের সিলেট মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।