মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ৬ টা থেকে আজ বুধবার সকাল ৬ পযর্ন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান।মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।এদের মধ্যে রাজশাহীর ৮ জন,চাঁপাইনবাগঞ্জের ৪ জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছেন। আজ সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকদের ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন,গত ২৪ ঘন্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ও বাকীরা শ্বাসকষ্ট সহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।করোনা পজিটিভ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন রয়েছে।তিনি আরও বলেন,করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।পরিচালক আরও জানান,আজ বুধবার সকাল ৬ টায় ২০ টি আইসিইউ সহ ৩০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৩৪৪ জন।বাড়তি রোগীদের অতিরিক্ত শয্যা দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।