বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী ৩৬ কোল্ড স্টোরেজে শ্রম আইনে আলু সংরক্ষনের দাবি মহানগরীর বড়কুঁঠি খেয়াঘাটে মাত্রাতিরিক্ত ইজারা আদায় ও বাঁশের সেতু তৈরী করে চাঁদাবাজির অভিযোগ! কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু শিবচরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই প্রাথমিক বিদ্যালয় সিদ্ধিরগঞ্জে সুতার কারখানায় ভয়াবহ আগুন মেঘনায় বালু লুট: এলাকাবাসীর ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দীর্ঘ বারো বছর পর ডিসটিনি গ্রুপের এমডির মুক্তি বিপুল পরিমাণ অরক্ষীত ভূমি উদ্ধার তৎপরতায় বিজিবি দলিল ছাড়া জমি যেমন রেজিস্ট্রি ছাড়া বিয়ে তেমন : জেলা লিগ্যাল এইড অফিসার আগামী দুমাস ৫০ লাখ মানুষ পাবে ১৫ টাকা কেজিতে চাল

আপনাদের দাবি এই বছরেই সম্পন্ন করা হবে : রেলমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। টানা চতুর্থবারের মতো এই স্পেশাল ট্রেনটি চালু হলো।

বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে বাঁশিতে ফু দিয়ে ও পতাকা নাড়িয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি।
এর আগে উদ্বোধন উপলক্ষে স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, আপনারা (চাঁপাইনবাবগঞ্জবাসী) কিছু দাবি দিয়েছেন, সেগুলো এই বছরেই সম্পন্ন করে দেব। নাচোলে অবকাঠামোগত যেগুলো কাজ আছে, সেগুলো করে দেব। রহনপুর থেকে যে ট্রেনটি চলত তা জুলাই মাসের মধ্যে এবং আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শাটল ট্রেনগুলোও চালু করা হবে বলে জানান তিনি।
নূরুল ইসলাম সুজন বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা চিন্তা করে ২০২০ সালে আমরা প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করি। তিনি বলেন, ইলিশের বাড়ি বলতে আমরা যেমন চাঁদপুর বুঝি, তেমনি আম বলতে আমরা চাঁপাইনবাবগঞ্জকে বুঝি।
রেলমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ দাবি দেন নাই যে, এখান থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই এই ট্রেন দেয়া হয়েছে। তিনি বলেন, দেশকে কিভাবে গড়ে তুলবেন, মানুষের কাছে কিভাবে সেবা পৌঁছে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিয়ে ভাবেন। তাঁর নির্দেশেই আমরা চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করে দিয়েছি। তিনি আরো বলেন, এখানে বনলতা এক্সপ্রেস ট্রেনে পানি ভরা, ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমরা সেটাও করে দিয়েছি। এ সময় তিনি রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজে ছাউনি করে দিবেন বলে জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভাপতির বক্তব্যে তিনি বলেন- মাননীয় মন্ত্রী আজকে চাঁপাইনবাবগঞ্জে এসেছেন এখানকার মানুষের আম নিয়ে যে সম্ভাবনা, সেটিকে কাজে লাগাতে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ক্ষেত্রে ভর্তুকি প্রদান করছেন। আমচাষিদের সার প্রয়োজন হয়, সেখানেও তিনি ভর্তুকি দিচ্ছেন। আমাদের চিন্তা করতে হবে এক কেজি ধান হাতে নিলে তার অর্ধেকই ভর্তুকি। তিনি বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে জনগণকে সুখী রাখতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসক বলেন, সকল পৌরসভায় ওএমএসের চাল টিসিবিসহ ১৩৬ প্রকারের নিরাপত্তা বেষ্টনীর সকল কিছুতেই তিনি সহায়তা করছেন। করোনাকালীন সহায়তা করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এসময় আরো বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।
এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপলেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীসহ সরকারি দপ্তরেরর অন্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোন মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা, চিফ কর্মাশিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফী নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রতিদিন রহনপুর থেকে বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ট্রেনটি ঢাকায় রাত সোয়া ১টায় পৌঁছানোর কথা রয়েছে। ওবায়দুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পাঠাতে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা।
আম ছাড়াও ম্যাংগো স্পেশাল ট্রেনে কম খরচে সব ধরনের সবজি, মৌসুমি ফল, ডিম ও অন্যান্য কৃষিপণ্য পরিবহনের ব্যবস্থা রয়েছে। রেলওয়ের কুলিরা সব ধরনের পণ্য উঠানো ও নামানোর কাজ পরিচালনা করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com