বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে খতমে কোরআন, সকাল সাড়ে ৮টায় র্যালি ও সকাল ৯টায় আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়।
সার্কিট হাউস সড়কের ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় চত্বর থেকে ইমাম, মসজিদভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালীন আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানসহ অন্যরা।
পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার ও প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মজিবুর রহমান মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান রোকন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উপ-আঞ্চলিক কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক শামসুজ্জামান বাবু।
বক্তারা বলেন- বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেই আজ বাংলাদেশে ইসলামের ব্যাপক প্রসার ঘটেছে, বহু মানুষের কর্মসংস্থান হয়েছে, ইসলামিক শিক্ষা-দীক্ষায় অসংখ্য ছেলেমেয়ে গড়ে উঠছে। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে অনেকগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে।