বিডি ঢাকা অনলাইন ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাবেক কার্যকরী সভাপতি কাজী আরেফ আহম্মেদের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাসদসহ সহযোগী সংগঠন। চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের নিমতলাস্থ জেলা জাসদ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেনÑ কেন্দ্রীয় জাসদের
সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আকাশ, জেলা শ্রমিক জোটের সাজেমান হক।
জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজী আরেফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।