শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

কৃষিই হবে প্রধান চালিকা শক্তি : সিআইজি গ্রুপের কংগ্রেসে বক্তাদের অভিমত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা কৃষি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে গঠিত কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি)গুলোর সদস্যদের নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কংগেসে ১৪টি ইউনিয়নের ১৪০টি সিআইজির কৃষক সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ৩০ জন করে সদস্য রয়েছেন। এর মধ্যে ৪৯টি নারী কৃষক ও ৯১টি পুরুষ কৃষক গ্রুপ রয়েছে।
কংগ্রেসে বক্তারা বলেছেন- দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখে আমাদের কৃষকরা। মহামারি করোনার সময়েও তারা উৎপাদন ঠিক রেখে আমাদের খাদ্যের জোগান দিয়েছে। কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতকেও ডিজিটাল ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে। এখন আর গরু দিয়ে চাষাবাদ করতে হয় না, যান্ত্রিকভাবেই সবকিছু করা হচ্ছে।
কৃষি কর্মকর্তারা বলেন- মাটির স্বাস্থ্য ও উর্বরতা ভালো রাখতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। আগামী দিনে কৃষিই হবে দেশের প্রধান চালিকা শক্তি।
সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভার সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনÑ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার। তিনি জানান, এনএটিপি ফেজ-২ প্রকল্পটি আগামী জুনে শেষ হবে। তবে এরপরই অন্য নামে একটি বড় প্রকল্প আসছে। সেই প্রকল্পে সিআইজি গ্রুপগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকরা আরো ভালো পরামর্শ পাবেন।
সূচনা বক্তব্য দেন- সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- হর্টিকালচার সেন্টারের অতিরিক্ত উপপরিচালক মাসুদ আহমেদ, কৃষিবিদ রোকন উজ্জামান রোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবলু, কৃষক মহাব্বত হোসেন, তহমিনা খাতুন, আনোয়ারুল ইসলাম। কংগ্রেসের সঞ্চালক ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ছাইয়্যেদা দিল ছালিন। এ সময় জেলা পরিষদের সদস্য (সদর) আব্দুল জলিল মাসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com