নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের জন্য নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৫ হাজার হাজার ৪৩০টি। এর আগের দিন সারাদেশে এই ভাইরাসের উপস্থিতি শনাক্তের জন্য নমুনা পরীক্ষা হয়েছিল মাত্র ৩ হাজার ৭৫৮টি।এদিকে নমুনা পরীক্ষার পাশাপাশি করোনাভাইরাসে শনাক্তের সংখ্যায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৬৩ জনের মধ্যে। এর আগের ২৪ ঘণ্টায় মাত্র ২৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ২৫ জন। আগের দিন মারা গিয়েছিলেন ২২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মারা গেলেন মোট ১২ হাজার ১৪৯ জন। মোট সংক্রমণের তুলনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।
রোববার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।