বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভিশন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান প্রধান অতিথি থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেনÑ প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, দন্ত চিকিৎসক রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবকরা।
এছাড়া প্রাথমিক পর্যায়ে ওই প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।