স্টাফ রিপোর্টার : দেশে করোনায় গেল ২৪ ঘণ্টায় আরো সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণ গেল ৮ হাজার ৯৪ জনের।
শুক্রবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে নতুন ৪৫৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো পাঁচ লাখ ৩৪ হাজার ৪০৭ জনের।
এ ছাড়া একদিনে ৪১৪ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৮ হাজার ৯৬০ জন।