ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সীমানা নিষ্পত্তির আবেদন জানিয়েছেন অত্র ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। সীমানা বিরোধ নিষ্পতি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন না দেয়ারও আবেদন জানান তিনি। এমর্মে তিনি প্রধান নির্বাচন বরাবর একটি আবেদন প্রেরন করেছেন। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ, সহকারী কমিশনার (ভুমি) শিবগঞ্জ উপজেলা ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদনও করেন। ছত্রাজিতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের বিভিন্ন দপ্তরে পাঠানো আবেদন সুত্রে জানা যায়, ছত্রাজিতপুর ইউনিয়নটি পুর্বে ১৩ নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ছিল। ঘোড়াপাখিয়া ইউনিয়ন ভেঙ্গে ২টি ইউনিয়ন করা হয়। একটি ঘোড়াপাখিয়া ইউনিয়ন এবং অপরটি ঘোড়াপাখিয়া মৌজার ১-৫ নং সীট নিয়ে ১৬নং ছত্রাজিতপুর ইউনিয়ন গঠিত হয়। কিন্তু ঘোড়াপাখিয়া মৌজার ১-৫ সীটের অধিবাসীরা ছত্রাজিতপুর ইউনিয়নের মধ্যে বাস করলেও খাজনাসহ অন্যান্য ট্যাক্স ঘোড়াপাখিয়া ইউনিয়নে দিয়ে থাকেন এবং তারা কোন ইউনিয়নের ভোটার সেটাও নিশ্চিত হতে পারছেন না। এরফলে তারা তাদের সাংবিধানিক অধিকার ভোট দেয়া হতে বঞ্চিত হচ্ছে। সীমানা বিরোধ নিষ্পত্তি হলে অত্র সীটের নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবেন এবং ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নের অনেকদিনের সীমানা বিরোধ হতে মুক্তি পাবে। আবেদনে সীমানা বিরোধ নিষ্পত্তি করে নির্বাচনের তফসিল ঘোষনা করার আবেদন জানানো হয়েছে।