চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাসে অসহায় এতিম মেয়েদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন, সাবেক দু্ইবারের সফল এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি এতিমখানায় এ আয়োজন করা হয়। এ সময় আব্দুল ওদুদ এতিম শিশুদের কথা শোনেন এবং তার প্রয়োজন উপলব্ধি করে সমাধানের আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা মহামারি থেকে রক্ষা ও বৃষ্টির জন্য দোয়া করা হয়। এ সময় এতিমখানা কর্তৃপক্ষসহ অন্যারা ইফতার করেন। প্রতি বছরই সমাজসেবক আব্দুল ওদুদ বিশ্বাস এতিম শিশুদের কাছে ছুটে যান সাহায্য সহযোগিতা করেন।