চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্য ৪ কেজি ২০ গ্রাম ও বিস্ফোরকের সরঞ্জাম সহ ১ জনকে গ্রেফতার করেছেন র্যাব-৫। মঙ্গলবার (২৫ জুলাইল) রাত ১ টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান মিজান (২৫) গোমস্তাপুর উপজেলার হোগলার মোঃ সাদিরুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে, বোমা তৈরীতে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য ৪.০২০ কেজি, ০৩ টি খালি টিনের জর্দ্দার কৌটা, ২৫০ গ্রাম ২ সে.মি সাইজের লোহার পেরেক ও ৯০ পিচ ব্লেডের ভাঙ্গা অংশ জব্দ করেন। অভিযানটি পরিচালনা করেন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল। র্যাব জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি বোমা বানানোর সরঞ্জামাদি সংগ্রহ করে উল্লেখিত এলাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।