শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া এনজিও’র মূলহোতা সহ আটক-২

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি নামে এক ভূয়া এনজিও’র মুলহোতা সহ ২জনকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, রাজ ডেভেলপমেন্ট সোসাইটির মূলহোতা ও নাচোল উপজেলার মেলাডাঙ্গা গ্রামের মো. আবু তাহের এর ছেলে মো. শাহারুল(২২) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আল আমিন(২১)।
রবিবার সকালে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাচোল উপজেলার সোনাইচন্ডী বাজারস্থ গ্রামীণ ব্যাংকের পিছনে রাজ ডভেলপমেন্ট সোসাইটি এর অফিস কক্ষ হতে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি সমিতিতে সাধারন মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য মোঃ শাহারুল (মূল হোতা) ও মোঃ আল আমিন কে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে “রাজ ডেভেলপমেন্ট সোসাইটি” নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। ওই এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ গ্রহণের জন্য উস্কানি প্রদান করে। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্লাংক চেক ব্লাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ বর্ণিত এলাকা হতে “রাজ ডেভেলপমেন্ট সোসাইটি” এনজিও এর মূলহোতাসহ প্রতারক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সময়ে গনমাধ্যমে এনওজিও এর বিষয়ে ব্যাপক লেখালেখি হলে র‌্যাব তা আমলে নিয়ে উক্ত অভিযান করতে উদ্বুদ্ধ হয়। এঘটনায় নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com