বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকা থেকে একরামুল (৫৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।
শারীরিক অসুস্থতার কারণে এই ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকায় মহানন্দা নদীর তীরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে মৃত একরামুল একজন টোকাই এবং সে নেশাগ্রস্ত ছিলেন। সে বিভিন্ন স্থানে বোতল কুড়িয়ে ভাঙাড়ির দোকানে বিক্রি করত। সে গত তিনদিন থেকে শারীরিকভাবে অসুস্থ ছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় সদর থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে বলে ওসি সাজ্জাদ হোসেন জানান।