বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি মাজেদ সম্পাদক পশুপতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সহকারী সিমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দুটি প্যানেলে অনুষ্ঠিত নির্বাচনে ১১টি পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যানেল দুটি হচ্ছে- মো. আব্দুল মাজেদ-শ্রী পশুপতি সরকার এবং মো. জোহুরুল হক ১-শ্রী মিলন কুমার দাস। এর মধ্যে মো. আব্দুল মাজেদ-শ্রী পশুপতি সরকার প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
সভাপতি পদে মো. আব্দুল মাজেদ ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জোহুরুল হক-১ পেয়েছেন ৭৫ ভোট। সহসভাপতি পদে ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আফতাব উদ্দিন মংলু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোখলেসুর রহমান-১ পেয়েছেন ৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শ্রী পশুপতি সরকার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী মিলন কুমসার দাস পেয়েছেন ৯৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রুবেল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দলিলুর রহমান ডালিম পেয়েছেন ৮৭ ভোট। অর্থ সম্পাদক পদে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল হক, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কুরবান আলী পেয়েছেন ৮০ ভোট। সাংগঠনিক ও ক্রীড়া সম্পাদক পদে মো. গোলাম পারভেজ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুল হক পেয়েছেন ৮৭ ভোট। প্রচার ও কল্যাণ সম্পাদক পদে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তাজেমুল হক রহিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মঞ্জুর ররহমান-২ পেয়েছেন ১০৩ ভোট।
এছাড়া সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেনÑ মো. মহাব্বত আলী, মো. আলমগীর হোসেন, মো. আ. কাদের ও মো. ইকবাল হোসেন।
গণনা শেষে রাতে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা অ্যাডভোকেট মো. আখতারুল ইসলাম।
এবার ভোটার ছিলেন ২২১ জন। তাদের মধ্যে ২১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে পোলিং অফিসার ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম-২ এবং প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী সহকারী মো. তোজাম্মেল হক এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মো. হাসানুজ্জামান মারুফ ও মো. জুয়েল আলী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com