নিউজ ডেক্সঃ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার ২৬বছর পূর্তি পেরিয়ে ২৭বছরে পর্দাপণ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে, হালকা পরিসরে, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শিরোইল দোশর মন্ডলের মোড় অনুরাগ কমিউনিটি সেন্টারে কেক কর্তনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বর্ষ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক উপচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক ও দৈনিক উপচারের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাহমুদ বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক গণধনী পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, টিভি চ্যানেল জার্নালিস্ট রাজশাহী এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শিমুল, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন, রাজশাহী কোটের মোঃ বাদোল আলী, দৈনিক উপচার পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক নুরে ইসলাম মিলন, রাজশাহী জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, দৈনিক আমাদের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শিমুল, রাজশাহী ফটো জার্নালিস্ট আসাদ আলী, রাজশাহী কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মোসাঃ সাপলা খাতুন, নাচোল প্রতিনিধি আব্দুর রহমান মানিক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-নির্বাহী সম্পাদক জামিল রহমান, বার্তা সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ন, মফস্বল সম্পাদক সারোয়ার সবুজসহ স্টাফ রিপোর্টার ও জেলা উপজেলা প্রতিনিধিগণ। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। “দৈনিক উপচার পত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। জনপ্রিয় এই পত্রিকাটি ইতোমধ্যে পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী দিনে পত্রিকার মাধ্যমে এই এলাকার বস্তুনিষ্ট সংবাদ পরিবেশ করে, এলাকার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।” এই মিডিয়া জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। দৈনিক উপচার পত্রিকাটি তেমনি ভূমিকা পালন করে যাচ্ছে। নির্যাতিত মানুষের মুখপাত্র হিসেবে কাজ করছে। দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক বলেন, দৈনিক উপচার পত্রিকাটি হাঁটি হাঁটি পাঁ পাঁ করে ২৬বছর পেরিয়ে ২৭বছরে পদার্পণ করেছে। এমন কি মহামারী করোনাভাইরাস এর মধ্যেও পত্রিকাটি কোন দিন বন্ধ হয়নি। দৈনিক গণধনী পত্রিকার সম্পাদক বলেন, উপাচার পত্রিকাটি জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছে, যাচ্ছে এবং যাবে ইনশাল্লাহ। আগামী দিনে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি। বক্তারা সর্বশেষে বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মাক্স ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মেনে এবং সামা