বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আগামী ১৪ নভেম্বার চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সাধারণ আসন-২, (নাচোল উপজেলা) সদস্য পদে অটো প্রতিকের পার্থী জেলা পরিষদের সাবেক সদস্য ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস,অপর প্রার্থী নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম (ঝাইটন) টিউবওয়েল প্রতিক-কে সংবাদিক সম্মেলনের মাধ্যমে সমর্থন জানিয়ে পার্থীতা প্রত্যাহার করেছেন।
গত শনিবার বেলা ১টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিতাই চন্দ্র বর্মন, সাবেক ছাত্রনেতা শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ অন্যনোরা।
রয়েল বিশ্বাস তার বক্তব্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দলের মধ্যে বিভাজন না রাখার লক্ষ্যে আমি পার্থীতা প্রত্যাহার করলাম।
জাতে করে আমাদের নাচোলের পার্থী আনোয়ারুল ইসলাম সুষ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন।