নাচোল পৌরসভার শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নগর সমন্বয় কমিটি টিএলসিসি ত্রৈমাসিক মাসিক সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌর মিলনায়তনে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে টিএলসিসি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়। সবাই রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ডাস্টবিন ও খাবার পানী, পৌর এলাকায় বাল্যবিবাহ মাদ ক ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তারেক রহমান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু সায়েম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান,একরামুল হক, লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব, ডাসকো ফাউন্ডেশনের কর্মী বেলাল উদ্দিন সহ পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত টিএলসিসি কমিটির সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।