বিডি ঢাকা অনলাইন ডেস্ক
ভোট পরবর্তী ভোটার, শুভাকাক্সক্ষী এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ। গত শুক্রবার তাঁর নিজ ইউনিয়ন মহারাজপুরে ভোটার, শুভাকাক্সক্ষী এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর শনিবার তিনি রানীহাটি ইউনিয়নে মতবিনিময় করেন। এদিকে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন দুইবারের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ পদত্যাগ করায় শূন্য আসনে গত ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন মো. আব্দুল ওদুদ।