মোঃ হারুন অর রশিদ : রাজশাহীতে পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে।জানা গেছে,চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিদিরপুর গ্রামের হোটেল কর্মচারী রুবেল হোসেনের স্ত্রী আঙ্গুরী বেগম গতকাল রোববার প্রসব ব্যাথা নিয়ে চাঁপাই নবাবগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি হন।সেখানকার ডাক্তার তার আলট্রাসনোগ্রাম করে জানান,এখানে রোগীর কিছুই করা যাবেনা।ডাক্তার রোগীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ফলে রাত ২ টার দিকে আঙ্গুরী বেগমকে রাজশাহী মেডিকেলের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়।আজ সকালে ডাক্তার সিজারিয়ান অস্ত্রপচারের মাধ্যমে পেট জোড়া লাগানো জমজ শিশু বের করেন।বাচ্চা দুটির হাত,পা,মাথা আলাদা থাকলেও পেট একটা।এছাড়া পায়ুপথ ও লিঙ্গ স্পষ্ট নয়।তবে ডাক্তার জানিয়েছেন বাচ্চা দুটির একটি ছেলে ও অপরটি মেয়ে।সেখানকার ডাক্তার জানিয়েছেন দ্রুত ঢাকা নিয়ে গিয়ে বাচ্চা দুটির অস্ত্রপচার না করালে বাঁচানো সম্ভব না।কিন্তু দরিদ্র পিতার পক্ষে এর ব্যয় বহন করা সম্ভব নয়।তাই তিনি সরকার ও সামর্থবানদের সহযোগিতা কামনা করেছেন।