বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

রাজশাহীর ৩ পৌরসভার ২টিতে আ. লীগ ও ১টিতে বিদ্রোহী প্রার্থীর বিজয়ী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৭৩৯ বার পঠিত

রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর তিন পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারি ভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

বাঘা উপজেলার আড়ানি পৌরসভায় ৫ হাজার ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী। তার নিকটতম আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো: শহীদুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৩০০ ভোট। এখানে মোট ভোটার ছিলেন ১৩ হাজার ৯৮৪ জন। ভোট দিয়েছেন ১১হাজার ৬০ জন। ভোট পড়ার হার ৮৩ দশমিক ১০ ভাগ।

বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৩১৬ পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক মণ্ডল। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ২ হাজার ৭৫৭ ভোট। বিএনপির প্রার্থী আবদুর রাজ্জাক পেয়েছেন ১ হাজার ৮২ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ১৭ ভোট। এখানে মোট ভোটার ছিলেন ১৪৪০৫জন। ভোট পড়ার হার ৭৯ দশমিক ৪৩ ভাগ।

গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী একেএম আতাউর রহমান খান ৫ হাজার ৫৮৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৫ হাজার ১২০ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মোল্লা মো: রুবন হোসেন পেয়েছেন ৩৮৪ ভোট। এখানে মোট ভোটার ছিলেন ১৩ হাজার ৩২৫ জন। ভোট পড়েছে ৮৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com