শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

শিবগঞ্জে তিনটি একাডেমিক ভবনের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ও দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন এবং রানীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৃথক সময়ে নবনির্মিত এসব একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ভবনগুলো নির্মিত হয়েছে।
একাডেমিক ভবনগুলো উদ্বোধনকালে ডা. শিমুল এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছে। শিক্ষাঙ্গনে বিগত জোট সরকারের চেয়ে বর্তমান সরকার অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন করেছে। তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান শিক্ষা-দীক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, মূল্যবোধসম্পন্ন উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হোক। তাদের সে প্রত্যাশা পূরণে সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের জন্য সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আজমল হক বাদশা, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর রেজা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানাসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com