বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বহলাবাড়ী ও সাত্তার মোড় ঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। তিনি বলেন, উপজেলায় সরকার ঘোষিত কোনো বৈধ বালুমহল নেই। ফলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন সবসময় অবৈধ বালুমহলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রাব্বানী (ছবি) অন্যরা।