বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকদের মধ্যে হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও স্যাভলন বিতরণ করেছে জেলা পরিষদ। বুধবার জেলা পরিষদে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তাসলিমা বেগম, জেলা পরিষদের সার্ভেয়ার মো. সফিকুল ইসলামসহ অন্যরা।