বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

সৌদির সঙ্গে মিল রেখে বুধবার বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার (২৮ জুন) দেশের বেশ কিছু জেলায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। এসব জেলায় একদিন আগেই ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা। এরই মধ্যে বরিশাল, দিনাজপুর, পটুয়াখালী, শরীয়তপুর, ঝিনাইদহের হরিণাকুন্ড, ফরিদপুর, লালমনিরহাট, মাদারীপুর, চাঁদপুর, পিরোজপুর, নোয়াখালী ও কুড়িগ্রামের বেশ কয়েকটি গ্রামে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।

বরিশাল : বরিশাল বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অন্তত ২০ হাজার পরিবার ঈদ উদযাপন করছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগিরিয়া শাহসুফি দরবার শরিফের অনুসারী। ঈদ জামাত শেষে তারা মহান সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করেন।

শরীয়তপুর : শরীয়তপুরের প্রায় ৪০টি গ্রামের মুসল্লিরা ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। জেলার ছয় উপজেলার ৪০টি গ্রামের কয়েক হাজার মানুষ ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদসহ বিভিন্ন উৎসব পালন করে আসছে। এবছর সুরেশ্বর দরবার শরীফে ঈদের জামাত শেষে সেমাই পোলাও খাওয়ার মাধ্যমে ঈদুল আযহা পালন করা হয়। নামাজ শেষে ভক্তবৃন্দরা যার যার বাড়িতে ঈদুল আযহায় পশু কোরবানি করেছেন।

ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তিনটি স্থানে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জুড়ে প্রায় ৩ শতাধিক পরিবার আজ ঈদুল আযহা উদযাপন করছেন। নামাজের পর পশু কোরবানিও দেয়া হয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটে বুধবার সকাল ৯টায় দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ঈদুল আযাহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে জামাতে মুসল্লির সংখ্যা কম ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রহবী, মুন্সিপাড়া, আমিনগঞ্জ, বালাপাড়া, পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার নামরী গ্রামের প্রায় শতাধিক পরিবার সৌদি আরবে চাঁদ দেখা গেলেই ঈদ পালন করে থাকেন।

পিরোজপুর : পিরোজপুরের ৮ গ্রামের ৭ শতাধিক পরিবার আজ ঈদ উদযাপন করেছে। তারা শুরেশ্বর পীরের অনুসারী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবুনিয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার, জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ৪০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৬০ পরিবার ঈদ উদযাপন করছেন।

মাদারীপুর : মাদারীপুর জেলার ৪০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। ৪০ গ্রামের অন্তত অর্ধলক্ষাধিকের বেশি মানুষ আজ ঈদুল আজহা পালন করতেছে। সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার অন্তত ৪০গ্রামের অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বুধবার মানুষ ঈদ উদযাপন করেন।

নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টা পর্যন্ত দুই উপজেলার ৯ টি মসজিদে একযোগে ঈদের জামাতে অংশ নেয় এই চার গ্রামের মুসল্লিরা। গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম। বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জামে মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, হরিণারায়নপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ মসজিদে নামাজ আদায় হয়।

পটুয়াখলী : পটুয়াখালীর ৪০ গ্রামের বিশ হাজারেরও বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুর : চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের ৩০ স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইল গ্রাম, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, টোরা মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বাসারা, সাচনমেঘ, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, আমিয়াপুর গ্রামের একাংশ, মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, গাজীপুর গ্রামের একাংশ, ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়ায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন গ্রামবাসীরা।

দিনাজপুর : দিনাজপুরের প্রায় দুই হাজার মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। জেলার ৬টি উপজেলায় সৌদির সঙ্গে মিল রেখে তারা ঈদের নামাজ আদায় করেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের চার উপজেলায় পাঁচটি ঈদ জামাত ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে। জেলার ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানা যায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলার রৌমারীর শৌলমারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গয়াটাপাড়া গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা : জেলার সদর উপজেলাসহ সাত উপজেলার ২০টি স্থানে আজ ঈদ উদযাপন করা হয়েছে। ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২০ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।

ফেনী : সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের পৃথক দুটি পাড়ায় এবং পরশুরাম পৌরসভার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় ঈদের নামাজ পড়েছেন কিছু মানুষ। ফরহাদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন তার ইউনিয়নের পূর্ব সুলতানপুর এলাকার পৃথক দুটি পাড়ায় আজ কিছু সংখ্যক মুসল্লি ঈদ পালন করেন এবং কোরবানি দেন।

জামালপুর : জেলার সরিষাবাড়ীতে দুই শতাধিক মানুষ ঈদের নামাজ পড়েছেন। পৌর এলাকার ষোলোটি গ্রামের মানুষ এই নামাজে অংশগ্রহণ করেন।

টাঙ্গাইল : জেলার দেলদুয়ারে ঈদুল আজহা উদযাপন করেছে স্থানীয় ৫০টি পরিবার। উপজেলার শশীনাড়া গ্রামের স্থানীয় জামে মসজিদে তারা ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। এ সময় বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩টি গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছেন কয়েকশ মুসল্লি। তবে ভোর থেকে মুষলধারে বৃষ্টি নামায় মসজিদের ভেতরে নামাজ আদায় করেন। উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা জামে মসজিদে ঈদের প্রথম জামাত হয়। এ ছাড়াও আরও দুটি মসজিদে আংশিক কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com