নিজস্ব সংবাদদাতা : দেশের প্রধানমন্ত্রী কল দিলে আপনার অনুভূতি কেমন হবে? নিশ্চয় আচমকা এই ফোন পেয়ে হতচকিত হবেন। হ্যাঁ, গত কয়েকদিন ধরে তাই ঘটছে। নাগরিকদের মুঠোফোনে যথারীতি কল আসছে। রিসিভার বাটন চাপলেই শোনা যায়, ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি…।’
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মুঠোফোনের ভয়েস কলে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা পাচ্ছেন বলে একাধিক নাগরিক জানিয়েছেন।
বুধবার (১২ মে) এ প্রতিবেদকের মুঠোফোনেও একই বার্তা আসে। রিংটোন বেজে উঠলে রিসিভ করতে অপর প্রান্ত থেকে বলছেন, ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি…।’
ভয়েস কলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আস সালাইমু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে ঈদুল ফিতর। এখনো করোনাভাইরাসের তাণ্ডব চলছে। মহান আল্লাহ তা’য়ালা আমাদের এই মহামারি থেকে মুক্তি দিন, এটাই কামনা করি।’
তিনি বলেন, ‘আসুন যেভাবে সংযমের সাথে পবিত্র রমজান মাস পালন করেছি, ঠিক সেইভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেরা সুস্থ থাকুন, ঈদুল ফিতরে সকলে আনন্দ করুন, তবে স্বাস্থ্যবিধি মেনে। আমার শুভেচ্ছা নেবেন, পরিবারের সবাইকে দেবেন।’