বিডি ঢাকা অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে ৩ হাজার দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুরে এসব সামগ্রী বিতরণ করেন এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী।
বিতরণকালে উপস্থিত ছিলেন- এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার আলহাজ মো. সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. কামরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলী রঞ্জু, এরফান গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান মো. রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন, একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম, হিসাবরক্ষণ অফিসার মো. শামীম আক্তারসহ অন্যরা।
এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী বলেন, দীর্ঘদিন থেকেই জেলার অসহায় দুস্থ মানুষের জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করছি। ‘এরফান গ্রুপ’ আগামীতেও একইভাবে সাধারণ, অসহায়-দরিদ্র মানুষের পাশে থাকবে এবং সহায়তা করে যাবে ইনশাল্লাহ।