বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ঝিলিম ইউনিয়নের ২ জন খুচরা ডিলারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে থাকা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল মাহমুদ জানান, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মিয়াপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে এই কোট পরিচালনা করা হয়।
এসময় মিয়াপাড়ার মেসার্স তরিকুল ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বীন জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।