বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা রোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে এই সংলাপের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ও মানপুর বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
ইউনিসেফের সহায়তায় ‘স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহ্যাবিওর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস।
এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি গভীর মানবাধিকার লঙ্ঘন। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এবং সমাজে তাদের সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ কমে যায়।
সংলাপে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। তারা বলেন, সমাজের প্রত্যেকটি মানুষ যদি নিজের অবস্থান থেকে এই সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়, তবে পরিবর্তন সম্ভব।
এসময় শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও সহিংসতার ক্ষতিকর প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।