সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সব পক্ষেরই সচেতনতা দরকার : আলোচনা সভায় অভিমত ক্ষতিপূরণ দাবি বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত ন্যাশনাল মেডিকেল, সোহরাওয়ার্দী ও নজরুল কলেজে হামলা- ভাঙচুর, পরীক্ষা স্থগিত বরাদ্দের মধ্যেই দিবস পালন করতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে নিরঙ্কুশ জয় আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেলের

আগামীকাল পবিত্র ঈদুল আজহা, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১২৯ বার পঠিত
আগামীকাল পবিত্র ঈদুল আজহা, বড় গরু নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতারা
ফাইল ফটো

অনলাইন নিউজ : আগামীকাল পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট জমে উঠেছে। বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু-ছাগল নিয়ে হাটে আসছেন। এদিকে, বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বড় গরুর চাহিদা কম থাকায় উদ্বিগ্ন বিক্রেতারা। বিভিন্ন জেলার পাঠানো নিউজ:

তালা (সাতক্ষীরা) :বড় গরুর চাহিদা কম থাকায় বিপাকে খামারিরা। থেকে যাচ্ছে অনেক বড় গরু। সিলেট ও সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলে বন্যার কারণে ব্যাপারী না আসায় বড় গরু বিক্রি হচ্ছে না বলে জানান বিক্রেতারা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় চাহিদা রয়েছে ৫৩ হাজার পশু। এছাড়া আরো প্রায় ২৫ হাজার পশু সাতক্ষীরা থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আবাদের হাটে চারটি বড় জাতের গরু নিয়ে আসা আব্দুল হাকিম বলেন, গতবারের চেয়ে গো-খাদ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। খরচ অনুপাতে মণপ্রতি বিক্রি হওয়া লাগে ৩০ হাজার টাকা। সেখানে ২৪ হাজার টাকার বেশি কেউ দাম বলছে না। তাছাড়া তার কমপক্ষে আট মণ ওজনের সবচেয়ে বড় গরুটা কিনতে কেউ আগ্রহ দেখাচ্ছেন না। গরু কিনতে আসা ইকবাল হোসেন লাভলু জানান, গতবার গরুর দাম ছিল ২০ হাজার টাকা মণ। আর এবার ২৫ থেকে ২৬ হাজার টাকা মণ। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সংসার চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আবার কোরবানিও করতে হবে। তাই দেড় মণ ওজনের ছোট একটি দেশি গরু কিনেছি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম আব্দুর রউফ জানান, জেলায় পশুর সংকট নেই। কয়েকমাস আগে থেকে আমরা খামারিদের দিকে নজর রেখেছি, যাতে অনুনমোদিত ওষুধ খাইয়ে কেউ গরু মোটাতাজা করতে না পারে।

ফুলবাড়ী (দিনাজপুর) :এবার কোরবানির জন্য বাণিজ্যিক খামারের চেয়ে গৃহপালিত গরু-ছাগলের চাহিদা বেশি। হাটে না গিয়ে বাড়ি থেকেই গৃহপালিত পশু কিনছেন অনেক ক্রেতা। তবে বিচ্ছিন্নভাবে প্রান্তিক খামার থেকেও কোরবানির পশু কিনছেন অনেকে। শুক্রবার সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা যায় এমন চিত্র। আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মহিদুল ইসলাম জানান, শ্রীরামপুর গ্রামের বাড়ি থেকে তিনটি গরু এবং একটি ছাগল কেনা হয়েছে। আব্দুল খালেক বলেন, বাড়ি থেকে গরু কিনলে পশুর হাটে দালালদের (মধ্যস্বত্বভোগী) এবং অতিরিক্ত হাসিলের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কলেজ শিক্ষক কামরুজ্জামান মাসুদ বলেন, আমার বাড়িতে রাখার জায়গা নেই। আমিও নিজ গ্রামের বাড়ি থেকেই গরু কিনেছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম বলেন, উপজেলায় ২ হাজার ৩২৫টি গরুর খামার রয়েছে। এর মধ্যে ২৩টি খামার প্রাণিসম্পদ বিভাগের অধীন নিবন্ধিত। এসব খামারে ১৯ হাজার ৮২৩টি গরু কোরবানির জন্য প্রস্ত্তত করা হয়েছে। একই সঙ্গে কোরবানির জন্য ৮ হাজার ৪১৯টি ছাগল-ভেড়াসহ অন্যান্য উপযুক্ত প্রাণী রয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) :দেশি গরু দিয়ে এবার কোরবানি দিতে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার স্থানীয় খামার ও ব্যক্তি পর্যায়ে পালনকারীদের প্রস্তুতিও ছিল ভালো। ফলে বিভিন্ন হাটবাজারে দেশি গরুতে খুশি ক্রেতারা। ঐতিহ্যবাহী ঢেলাপীর হাটে শেষ মুহূর্তের কোরবানির পশুর হাট বেশ জমে উঠেছে। হাটে আমদানির সঙ্গে ক্রেতার আগমনও উল্লেখযোগ্য। হাটে আগত ক্রেতারা বলছেন, দাম অনেকটা ক্রয়ক্ষমতার মধ্যে। কোরবানির গরু কেনার জন্য হাটে এসেছিলেন সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের মাহাবুল ইসলাম। তিনি জানান, এবার গরুর দাম ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। বিভিন্ন হাট ঘুরে দেখেছি দেশীয় গরুর প্রচুর আমদানি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোনাক্কা জানান, কোরবানির ঈদ উপলক্ষে এবার জেলায় ৭৪ হাজার ৭২৫টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্ত্তত করা হয়েছে। অন্যান্য বছরের তুলায় এবার প্রস্তুতি ভালো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com