শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

আজ ও কাল বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৬৩ বার পঠিত
আজ ও কাল বেনাপোল এক্সপ্রেসসহ ২২ ট্রেন চলাচল বন্ধ
ফাইল ফটো
অনলাইন নিউজ : বেনাপোল এক্সপ্রেসসহ বিভিন্ন রুটে ২২টি ট্রেন দুইদিন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই ২ দিন হচ্ছে— নির্বাচনের আগের দিন আজ শনিবার (৬ জানুয়ারি) এবং নির্বাচনের দিন আগামীকাল রবিবার (৭ জানুয়ারি)।
রাজধানীর গোপীবাগে ঢাকা-মাওয়া রেলপথে চলাচল করা বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
শুক্রবার (০৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটা বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬-৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া মহানন্দা (আপ/ডাউন), রকেট (আপ/ডাউন), পদ্মরাগ (২১/২২), রংপুর শাটল (৯৭/৯৮), ঢাকা কমিউটার (৯৯), রাজশাহী কমিউটার (৫/৬) এবং বগুড়া কমিউটার (৫/৬) ট্রেন চলাচল আগামী ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।
এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) ৬ জানুয়ারি (আংশিক) ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।
তবে পোস্টে ট্রেনগুলো চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com