বিডি ঢাকা ডেস্ক
নারায়ণগঞ্জেরআড়াইহাজারেভ্রাম্যমানআদালতেরঅভিযানেঅবৈধ ইটভাটাবন্ধকরেদেওয়াহয়েছে। মঙ্গলবারদুপুরে সহকারীকমিশনারভূমিওনিবাহীম্যাজিস্ট্রেটশাহনাজপারভিনবীথির নেতৃত্বেকালাপাহাড়িয়াইউনিয়নেরকদমীরচরগ্রামেসাবেকইউপিসদস্যমনিরহোসেনেরমালিকানাধীনইটভাটায়এইঅভিযানপরিচালনাকরাহয়।
অভিযানের সময় শহর আলী নামক একজনকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনারভূমিওনির্বাহীম্যাজিস্ট্রেটশাহনাজপারভিনবীথি জানান, আড়াইহাজারউপজেলাধীনকালাপাহাড়িয়াইউনিয়নেরকদমীরচরেপরিবেশেরঅনুমোদনওলাইসেন্সব্যতীতইটভাটারকার্যক্রমবন্ধরাখারনির্দেশনাথাকাসত্ত্বেওইটভাটাচালুকরায়মোবাইলকোর্টঅভিযানপরিচালনাকরাহয়।
অভিযানকালেইটভাটারমালিকমোঃমনিরকেপাওয়াযায়নি।অভিযানচলাকালেচুলাতেআগুনদেয়ারকার্যক্রমবন্ধকরাহয়।অভিযানেসহযোগিতাকরেনপরিবেশঅধিদপ্তরওকালাপাহাড়িয়াফাড়িঁ পুলিশ।অভিযানেরসময়পরিবেশঅধিদপ্তরনারায়ণগঞ্জএরসহকারীপরিচালকমোঃমোবারকহোসেনউপস্থিতছিলেন।
অভিযোগ রয়েছে, এর আগে কয়েকবার বন্ধ করলেও অদৃশ্য কারণে ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিল।