মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস সদর ইউএনওর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুরে আদিবাসীদের শ্মশান ও ভূমি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন। বৃহস্পতিবার বিকেলে আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
তাছমিনা খাতুন বলেন, এই এলাকায় যেখানে খাসজমি আছে সেগুলোর তথ্য আমাদের জানালে আপনাদের শ্মশানের জন্য সেই জমি অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া যাদের জমি নেই, সরকারিভাবে খাসজমি দেয়ার সুযোগ থাকলে সেখানে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল করিম ও নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।
কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- অরক্ষিত শ্মশান ও শ্মশানের জমি বেদখল হয়ে যাওয়া, মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও আদিবাসী এলাকার সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়ার ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া।
এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গোরাতলা ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল করিম বলেন, উপজেলা থেকে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ১২টি বাইসাইকেল বরাদ্দ পাওয়া গেছে। আপনারা শিক্ষার্থীদের একটা তালিকা করে দিলে তাদেরকে বাইসাইকেলগুলো দেয়া হবে।
প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালামের সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা ও সময় টিভি’র জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা।
উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com