ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ছত্রাজিতপুর বাজারের ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর মিয়াপাড়া গ্রামের তাজু মিয়ার ছেলে রাসেল আলি (৩৫)। ওসি ফরিদ হোসেন আরও বলেন, নিহত ব্যক্তি ফুলতলা মোড়ে রাস্তার পাশে হাটছিলেন, অতর্কিত ভাবে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকাপ সোনামসজিদের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে দ্রুতগতিতে যাওয়ার সময় নিহত রাসেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেলে ধাওয়া করে মহারাজপুর ঘোড়াস্ট্যান্টে ড্রাইভার সহ পিকাপটি আটক করে। অপরদিকে গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ দুর্ঘটনা কবলিত পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারীকে পিকআপ মালিক ক্ষতিপূরন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছেন বলে জানা যায়। নিহত রাসেলকে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।