বিডি ঢাকা ডেস্ক
পলাশবাড়ী পৌরসভা পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে আবর্জনা অপসারণের জন্য ভ্রাম্যমান ভ্যানগাড়ি এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে পলাশবাড়ী পৌরসভার আয়োজনে নিজস্ব কার্যালয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার এর সভাপতিত্বে ময়লা আবর্জনা অপসারণের ২টি ভ্যানগাড়ি এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের প্রধান অতিথি ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, পৌর প্রশাসকের সহায়তা কমিটির সদস্য পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্টু,উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, পৌর প্রকৌশলী মর্তুজা এলাহী, উপ-সহকারী প্রকৌশলী মেহেরাব হোসেন জনি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ,ম শহীদ উল্লাহ ভূইয়া,ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার প্রমুখ।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৪ ও ৫ নং ওয়ার্ডের পাশাপাশি ২নং ওয়ার্ড বেলের ঘাট রোডের আংশিক এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়াও প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভ্যানগাড়ি পাড়া-মহল্লায় নিয়ে যাবেন ময়লা অপসারণ কর্মীগন এবং তারা বাঁশি বাজাবেন যা শুনে এলাকাবাসী তাদের বাসাবাড়ী, হোটেল ও অফিসের ময়লা আবর্জনা ওই ভ্যানে রেখে দিয়ে যাবেন। আর এই সেবা মূলক কাজের জন্য প্রতি মাসে প্রতি পরিবারকে ৫০ টাকা এবং হোটেল, অফিস ও অনান্য প্রতিষ্ঠানকে ১শ’ টাকা করে প্রদান করতে হবে।