কালাম রিয়েল এস্টেট নামক একটি প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সাল আবাসন ব্যবসার কথা বলে গুলশান-১ নম্বরের একটি বাড়ি ভাড়া নেন। সেই বাড়িতে সবার আড়ালে মাদক সাপ্লাইয়ের ব্যবসা করে আসছিলেন দীর্ঘদিন ধরে। সবশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে এ সংক্রান্ত তথ্য আসে।
এ তথ্যের ভিত্তিতে গুলশানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয়। সেই সঙ্গে ফয়সালসহ আরও দুই জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক বাকি দুই জন হলেন- গাড়ি চালক ইব্রাহিম ও আলম। এছাড়া দুটি গাড়িও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে গুলশান-১ এর ১২৮ নাম্বার রোডের ৬ নম্বর বাড়িতে অভিযান শেষে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) উপ-পরিচালক রাশেদুজ্জামান। অভিযানে নেতৃত্ব দেন রাশেদুজ্জামান। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মেহেদী হাসান।
উপ-পরিচালক রাশেদুজ্জামান বলেন, আবাসন ব্যবসার আড়ালে ফয়সাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বাসার আলমারি থেকে শুরু করে সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে। তারা এসব মদ কোথা থেকে সংগ্রহ করত কিংবা কতদিন ধরে সংগ্রহ করছে, তারা কাদের কাছে পৌঁছে দিত তা জিজ্ঞাসাবাদে জানা সম্ভব হবে। আমরা তাদের মাত্র আটক করেছি, জিজ্ঞাসাবাদ করব। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।
তিনি বলেন, ফয়সালের কাছে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকের লাইসেন্স থাকলেও পরে রিনিউ (নবায়ন) করা হয়নি। আর মাদকের নিজস্ব লাইসেন্স থাকলেও এত মাদক মজুত কিংবা সংরক্ষণ করার আইনগত কোনো বৈধতা নেই।
এছাড়া গুলশান এক নম্বরের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসা ছাড়াও ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের একটি অফিস থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দুটি গাড়িও জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গুলশান ১ এর ১২৮ নম্বর রোডের বাড়ি থেকে বিভিন্ন ব্যান্ডের ১৪৯টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..