বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টিতে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আমনুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ গম্ভীরা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এসএসবিসি প্রকল্পের মাধ্যমে এই গম্ভীরার আয়োজন করে।
ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে বাল্যবিয়ের কুফল, বাল্যবিয়ে বন্ধে আইনি সহায়তা এবং শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
গম্ভীরা পরিবেশনের আগে বক্তব্য দেনÑ অনুষ্ঠানের প্রধান অতিথি ও ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান লুৎফর। আরো বক্তব্য দেনÑ আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুদরত-ই-খুদা, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যুলেশনের প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রকল্প কর্মকর্তা উত্তম ম-লসহ অন্যরা।
উল্লেখ্য, এ অঞ্চলে বাল্যবিয়ে, শিশুর প্রতি সহিংসতা এবং মাদকদ্রব্যের ব্যবহার রোধে স্থানীয় মানুষদের সচেতনতা বাড়াতে কাজ করছে সংস্থাটি।