বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

প্রবাসে কর্মব্যস্ততায় অনেক সময় দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তারপরেও ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানান দিতে  পিঠা উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

শনিবার ( ৩০ নভেম্বর) শারজাহ মাদাম ওয়াই এস ফার্ম হাউসে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ যেন এক মিলনমেলায় পরিণত হয়। হরেক রকম পিঠার চমৎকার আয়োজন ও পরিবেশন নজর কাড়ে ভিনদেশী দর্শনার্থীদেরও। মেলায় বিভিন্ন প্রদেশ  থেকে স্বপরিবারে অসংখ্য নারী উপস্থিত হন। পিঠা আয়োজনে ছিল নকশী পিঠা,  ভাঁপা পিঠা, সেমাই পিঠা, পাকোন পিঠা, রসে ভেজা পিঠা, সুজি পিঠা,চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা এবং পায়েসসহ ৩০ প্রকার পিঠা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়।

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর ফাউন্ডার লিজা হোসাইন এর সভাপতিত্বে সাদিয়া আবছার শারমিন রাখি মহসিনা তানিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই প্রেসিডেন্ট লাবণ্য আদিল,  বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আফসার,বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই ভাইস প্রেসিডেন্ট নিশাত জাহান চৌধুরী নিশু, শারমিন রাখী কো-অর্ডিনেটর, উপদেষ্টা ইয়াসমিন মেরুনা, উপদেষ্টা সিআইপি  জেসমিন আক্তার , উপদেষ্টা রোমানা আক্তার, উপদেষ্টা শরিফা সৈনিক,শবনম আক্তার এক্সিকিউটিভ, সালমা শাফায়েত এক্সিকিউটিভ,তানিয়া আহমেদ এক্সিকিউটিভ,সাঈদা আহমেদ নওরিন টিম লিডার, মহসিনা তানিয়া টিম লিডার, ঈশিকা মাজহার টিম লিডার, সাথী আলী টিম লিডার, ঈশিকা পারভিন টিম লিডার, নাসরিন আক্তার টিম লিডার, রুমানা বর্ণি টিম লিডার,কামরুন নাহার টিম লিডার,ফাহমিদা সুলতানা টিম লিডার সহ অনেকে।

এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আরব আমিরাত আইক্যাব শিল্পী গোষ্ঠীর সভাপতি আহমেদ আলী জাহাঙ্গীর, বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের সহ-সভাপতি ইয়াকুব সৈনিক, প্রবাসী সাংবাদিক সমিতি প্রসাস-এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com