ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।২৩’জানুয়ারি ২০২১খ্রি. (শনিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার’সহ বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।