শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

ইউরিয়া সার কারখানা স্থাপনে সৌদি সহায়তা চায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবে ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চায় সরকার। এ জন্য সৌদি আরবের সহযোগিতা চায় বাংলাদেশ। সৌদি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দেশটির বাণিজ্য ও মিডিয়াবিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ ও সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রধান নির্বাহী আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে পৃথক বৈঠক করেন সালমান রহমান।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সালমান এফ রহমান যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সৌদি বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহর কাছে সহযোগিতা কামনা করেন। দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন দেশটির বাণিজ্যমন্ত্রী।

আগামী ১১ থেকে ১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে ইতোপূর্বে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ থেকে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সহায়তা কামনা করেন সালমান এফ রহমান। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ।

উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আব্দুল রহমান আল-ফাগীর বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন-সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়। প্রধান নির্বাহী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন। সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাকশিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে সাবিক এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে প্রধান নির্বাহী সে ব্যাপারেও একমত হন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com