নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রায় পৌনে ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দিনটি স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইতিহাস আর কেউ কোনো দিন বিকৃতির চেষ্টা করতে পারবে না ।
আজ (১৭মে ) সোমবার মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন এবং এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বৈঠকের শুরুতেই তিনি বলেছেন ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃত করার যে চেষ্টা করা হয়েছিল, এরকম কাজ এ দেশে আর কেউ করতে পারবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে আরো বলেন, ‘অনেক ঝড় ঝাপ্টা উপেক্ষা করে বাংলাদেশ যেখানে পৌঁছেছে, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজকে আমরা একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি। শুধুমাত্র আমাদের দেশের ভেতরেই না, বাইরেও আমরা অনেক ঝড় ঝাপ্টা পার করেই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি।