মো: ফারুক হোসেন : ক্রমেই ভারি হচ্ছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন ২০২২-২০২৩’র পরিবেশ। প্রতিদ্ব›দ্বী দু-পক্ষ ঐক্যজোট ও মহাজোটের প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক গণসংযোগ।একপক্ষ ঢাকায় তো অন্য পক্ষ চট্টগ্রামে। প্রার্থীদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত আক্রমণ করা শুরু করেছে। কেউ কারো নাহি ছাড়ে সমানেসমান এমনটি প্রত্যক্ষ হ”েছ দুপক্ষের নির্বাচনী ক্যাম্পিংয়ে। একে অপরের বিরুদ্ধে বিষেধাগার করা বিগত নির্বাচনগুলোতে দেখা যায়নি।
নির্বাচন কমিশন দু-পক্ষকেই নজরে রেখেছে। নির্বাচনী বিধি ভঙ্গযাতে না হয় এ ব্যাপারে দারুণ সো”চার নির্বাচন বোর্ড চেয়ারম্যান
হাফেজ হারুন সিআইপি। তবে ডজন খানেক প্রার্থীর বিষয়ে সাধারণ ভোটাররা ইতিবাচক সমর্থন দি”েছন। দু-প্যানেলের দু-প্রার্থীর ব্যাপারে
অনেক ভোটারের যোগ বিয়োগ রয়েছে এমনটি জানা গেছে নবাব পুররোডে একজন ইলেকট্রিক্যাল ব্যবসায়ীর কথা থেকে। তিনি অবশ্য বলেছেন যারা গায়ের জোরে জিততে চান, তাদের এবার প্রতিহত করা হবে। ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে। এক সময় ইলেকট্রিক্যাল এসোসিয়েশন নির্বাচনকে মডেল ভাবাহতো সারাদেশে। এবারের নির্বাচনে কে জয়ী হবে এ মুহ‚র্তে বলা
মুশকিল। তবে দায়িত্বশীল, পরি”ছন্ন, মানবিক বোধ সমৃদ্ধ প্রার্থীরসভাপতি পদে আসা উচিত। মহাজোট প্যানেল লিডার খন্দকার রুহুল আমিন একজন বিনয়ী, বন্ধু বৎসল মানুষ। তার মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে বলে এফবিসিসিআই ভোটাররা ৭বার তাকে ভোট দিয়ে পরিচালকপদে বিজয়ী করেছেন। মহাজোটের প্রার্থীরা খন্দকার রুহুল আমিনকে প্যানেল লিডার পেয়ে অত্যন্ত গর্বিত। তারা মনে করেন তারমতো নেতৃত্বএ সংগঠনে বড় প্রয়োজন।আগামী দিনের নানা প্রয়োজনে তিনি সঠিক ব্যক্তি। তিনি সুখের পায়রা নন। সব শ্রেণির মানুষের সাথেই তার উঠাবসা রয়েছে। তার মধ্যেকোনো কৃত্রিমতা কাজ করে না। বাস্তবতা নিরিখে তিনি সবসময় সিদ্ধান্ত নেন। বিশেষ করে বাংলাদেশের একাধিক সেক্টরে তিনি পরিক্ষিতব্যবসায়ী। তিনি যেটা শুরু করেন সেখানেই তার অনেক অর্জন রয়েছে।অন্যদিকে ঐক্যজোট প্যানেল লিডার মীর নিজাম উদ্দিন আহমেদ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনে নিজস্ব অবস্থান রয়েছে। বিগত দিনে নিজের সম্মান, অস্তিত্ব ঠেকাতে একাধিকবার আদালতের মুখো মুখি হয়েছেন, এমনটি বলেন সাধারণ ভোটাররা। তবে এ সংগঠনে তার বারবার নির্বাচিত হওয়া বিষয়েও ক্ষেত্রে বিশেষে নানা কথা রয়েছে। তার অনেক কাছের লোক দূরে চলে গেছে। আবার দূরের লোকও কাছে এসে তাকে শক্তি যোগাচ্ছেন। আগামী নির্বাচনে মীর নিজাম উদ্দিন আহমেদও শক্তিশালী প্রার্থী।