চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে মাসিক সমন্বয় সভা হয়েছে। রবিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে এ সভা হয়। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের পাঠদান বিষয়ে এ সমন্বয় সভা হয়। জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মোস্তফা কাইয়ুম। আরও উপস্থিত ছিলেন, জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম, মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ তরিকুল ইসলামসহ অন্যরা। সমন্বয় সভায় জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ২৫০ জন কেয়ার টেকার ও শিক্ষক উপস্থিত ছিলেন।