বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

ঈদযাত্রা র্নিবিঘ্নে পাটুরিয়া ও আরিচা নৌপথে চলবে ২৩ ফেরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের জেলা গুলোর প্রবেশদ্বার বলে খ্যাত সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাট।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ দুই ঘাটেরর সাথে সংযুক্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও পদ্মা-যমুনা নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা ব্যবস্থা গ্রহণ করেছে। ফেরি সংস্থা বিআইডবিউটিসি এ দু’ঘাটযোগে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারের জন্য ২৩টি ফেরি প্রস্তত রেখেছে।

এছাড়া, পদ্মা-যমুনার আরিচা ও পাটুরিয়া নৌপথে যাত্রী পারাপারে থাকবে বিভিন্ন ধরনের ৩৩টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌপথে দ্রæত যাত্রী পারাপারে চলাচল করবে ৬৯ স্পিডবোট।

এদিকে ঘরমুখী যাত্রী নিরাপত্তা ও যানবাহনের শৃঙ্খলা, ঘাট এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৩৬ কিলোমিটার রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, আনসার ও কোস্ট গার্ডের প্রায় ৬০০ সদস্য মোতায়েন থাকবে বলে প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানাযায়, পদ্মা ও যমুনা সেতু চালুর পরও ঈদের ছুটিতে মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাট যোগে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের ঘরমুখী অতিরিক্ত যাত্রী ও যানবাহন চাপ পড়ে। ঈেেদর আগে অজ যাত্রী ও যানবাহন চাপে সৃষ্টি হয় দুর্ভোগ।

দুর্ভোগ লাগবে এবারও মানিকগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা প্রশাসন ঘাট সংশ্লিষ্টদের সাথে নিয়ে ইতোমধ্যে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে। যার অংশ হিসেবে অতিেেতর ন্যায় ঈদের আগে-পড়ে ৩ দিন পাটুরিয়া নৌপথে ফেরিতে সাধারণ মালবাহী ট্রাক পারাপার এবারও বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রাইভেট, মাইক্রোসহ অন্যান্য ছোট যানবাহন পারের জন্য ভিন্ন-ভিন্ন লেন ও পাটুরিয়ায় একাধিক ঘাট ব্যবহার করা হবে। উভয় ঘাটে যানবাহন ওঠা-নামার জন্য বাড়তি সংস্কার কাজ শেষ করা হয়েছে। যাত্রী সুবিধার্থে ঘাটের অদুরে যানজটে আটকে পড়া যাত্রী সাধারনের জন্য বিভিন্ন পয়েন্টে অস্থায়ী শৌচাগার, নলকূপ স্থাপন ও বাড়তি আলোর ব্যবস্থা করা হচ্ছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, ঈদে ঘরমুখী যাত্রী নিরাপত্তায় জেলার বিভিন্ন পয়েন্টে পোশাক ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েত থাকবে। পকেটমার, ছিনতাইকারী, মলমপার্টি-অজ্ঞানপার্টির কবল থেকে যাত্রীদের রক্ষায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নানা কৌশল নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের এজিম আব্দুস ছালাম জানান, ঈদে যাত্রী-যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথ প্রস্তত রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৭টি ও আরিচা-কাজীরহাট রুটে ৬টি ফেরি সচল রয়েছে।

বিআইডব্লিউটিএ বন্দর ও পরিবহন বিভাগ আরিচা নদী বন্দরের উপ-পরিচালক শেখ সেলিম জানান, যাত্রী পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২০টি ও আরিচা-কাজিরহাট রুটে ১৩টি লঞ্চ চলাচল  করবে। এছাড়া, দ্রæত যাত্রী পারে আরিচা-কাজিরহাট রুটে চলবে ৬৯ টি স্পিডবোট। উর্দ্ধত্বণ কর্তৃপক্ষের নির্দেশনায় পাটুরিয়া ঘাট এলাকায় অস্থায়ী শৌচাগার, নলকূপ স্থাপন ও বাড়তি আলোর ব্যবস্থা করা হয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া আদায় ও যানবাহনে অতিরিক্ত যাত্রীবহন রোধে মহাসড়ক ও ঘাট এলাকায় সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে জেলা প্রশাসনের গঠিত একাধিক মোবাইল কোর্ট।

সকলের তৎপরতায় কোন রকম ভোগান্তি ছাড়াই ঘরমুখো যাত্রীরা সহসাই ফিরবনে নিজ-নিজ গন্তব্যে এমনটাই আশা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com