অনলাইন নিউজ : ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। গাড়ির চাপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছে যানজটের দীর্ঘ লাইন।
বুধবার (০৬ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল পর্যন্তও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারিতে বসে থাকতে থাকতে অতিষ্ট হয়ে উঠেছেন যাত্রী থেকে পরিবহণ কর্মী সকলেই। ঈদযাত্রায় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি পৌঁছে গেছে চরমে।
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের কারণে অতিরিক্ত গাড়ির চাপ আর মহাসড়কে ফিটনেসবিহীন বেশ কিছু যানবাহন বিকল হওয়াতেই দীর্ঘ এই যানজটের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘ভোররাত ৩টা থেকে ভোর পর্যন্ত সেতুর পূর্ব সংযোগ সড়কের কয়েকটি স্থানে যানবাহন বিকল ও ছোটখাটো কয়েকটি দুর্ঘটনার কারণে এই যানজট হয়। পরে রাস্তা থেকে যানবাহনগুলো সরিয়ে নিলে আবার যান চলাচল শুরু হয়। এখন ধীরগতিতে হলেও যানবাহন চলাচল রয়েছে। আশা করি, কিছু সময়ের মধ্যেই মহাসড়কে স্বাভাবিক গতিতে চলবে গাড়ি।
এদিকে, বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল সূত্র জানিয়েছে, গত রাত থেকেই সেতুর উভয় প্রান্তে যানবাহনের প্রচণ্ড চাপ শুরু হয় যা সকালেও অব্যাহত আছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, উত্তরের গেটওয়ে হিসেবে পরিচিত টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৬ জেলার প্রায় ১১৬টি রুটের যানবাহন চলাচল করে।
প্রতি বছর ঈদে অতিরিক্ত যানবাহনের চাপে এই মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হয় যাত্রী এবং পরিবহন শ্রমিকরা।
এ জাতীয় আরো খবর..